খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরমাণু অস্ত্র নিষিদ্ধ করতে ৫০ দেশের চুক্তি স্বাক্ষর :‌ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের দেশের সামরিক বাহিনীতে পারমাণবিক অস্ত্রের অন্তর্ভুক্তি নিষিদ্ধ করতে তৈরি হওয়া চুক্তিতে স্বাক্ষর করল ৫০টি দেশ। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। আগামী ৯০ দিনের মধ্যে এই চুক্তি কার্যকর হবে জানা গেছে।

জাতিসংঘের এই পদক্ষেপকে পারমাণবিক অস্ত্র বিরোধীরারা অভিনন্দন জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং নেটো শরিকদের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র এর বিরোধিতা এবং তীব্র সমালোচনা করেছে।

চলতি বছর জাতিসংঘ গঠন এবং হিরোশিমায় পরমাণু অস্ত্র হামলার ৭৫তম বর্ষপূর্তি। এই চুক্তি সেই ইস্যুতে এক অভাবনীয় সাফল্য বলেই মনে করছেন ২০১৭ সালে শান্তিতে নোবলজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনের এক্সিকিউটিভ ডিরেক্টর বিয়াট্রিস ফিন।
তিনি বলেন, এই ৫০টি দেশ বুঝতে পেরেছে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুধু অনৈতিকই নয়, অবৈধ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!