খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পরদেশের তাঁবেদারিতে চলে গেছে দেশ: চরমোনাই পীর

গেজেট ডেস্ক 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘দেশ আজ হুমকির মুখে। দেশ কিন্তু পরদেশের তাঁবেদারিতে চলে গেছে। ওখান থেকে যেভাবে সিদ্ধান্ত হয়, আমাদের বাংলাদেশে সেভাবে বাস্তবায়ন হয়। দেশকে রক্ষার জন্য আরেকটি স্বাধীনতার যুদ্ধ লাগবে।’

শুক্রবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১২ জুন বরিশালে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর এবং হাতপাখার মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নগরের বিবির পুকুর থেকে ফকিরবাড়ির মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।

ইসলামী আন্দোলনের নগর সহ-সভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওসারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলটির আমীর রেজাউল করিম বলেন, ‘আসুন আমরা সবাই একত্রিত হই। জালেমদের বিরুদ্ধে, ভোটচোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।

বরিশালবাসীর খাদেম হওয়ার জন্যই সিটি নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু ইসি, প্রশাসন যা করেছে তা ন্যাক্কারজনক। ফয়জুল করিমের উপর আঘাত হানাই হলো দুনিয়ার আলেমদের উপর হামলা করা। আমরা পানির স্রোতে ভেসে আসিনি। পরিকল্পিত হত্যা করার জন্যই এই হামলা করা হয়েছে। সীমা লঙ্ঘন করায় ফেরাউনের মসনদও তছনছ হয়ে গেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ‘বর্তমান সিইসি তামশা করছেন। ধিক্কার জানাই এই অসভ্য সিইসিকে। তার পদত্যাগ দাবি করি।’

সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, কেন্দ্রীয় উপদেস্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চরমোনাই ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম, জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!