সামাজিক ও মানবিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকালে এতিম, বিধবা ও দরিদ্র শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরী ও ইফতারের বাজার বিতরণ করা হয়। নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ইফতার ও সেহরী বাজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন নাফি কল্যানের পথে’র উপদেষ্টা বেলাল শিকদার, জামিয়া রশিদিয়া মাদ্রাসা গোয়ালখালীর সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করীম সহ সেচ্ছাসেবীরা।
সংগঠনের উপদেষ্টা বেলাল হোসেন জানান, আমরা খুলনা নগরীতে একবেলা আহারের মাধ্যমে সপ্তাহে ১ দিন নগরীর ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন করতাম। সেই কর্মসূচির আওতায় পবিত্র রমযান উপলক্ষে ইদ্দিখার ফাউন্ডেশনের পক্ষ হতে প্রতিদিন ইফতারের সময় নগরীর বিভিন্ন মাদ্রাসা ও পথচারীদের মাঝে গতবছরের ন্যায় ও এবারও ইফতার বিতরন করা করবো ইনশাআল্লাহ।
খুলনা গেজেট/এইচ