রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। এদিকে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়ার খবর পেয়ে সেটিকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট জানান, মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে। পরে আড়তে ডাকের মাধ্যমে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী নূর মিয়া।
মাছ ব্যবসায়ী নূর মিয়া জানান, এখন পদ্মায় মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। মঙ্গলবার সকালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি কিনে নেওয়ার পর ৩ হাজার টাকা কেজি দরে মোট ৭৫ হাজার টাকায় রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
খুলনা গেজেট /এমএম