খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পদ্মাসেতু দিয়ে মেট্রোরেল চড়ে দেবী দুর্গা দর্শনে ভক্তরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে এ বছর ভক্তদের মন আকৃষ্ট করতে পদ্মাসেতু ও মেট্রোরেল দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। যা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা।

মহেশ্বরকাটি পূজা উদযাপন কমিটির সভাপতি অনাঙ্গ মন্ডল জানান, তারা প্রতিবছরই নতুন আঙ্গিকে মন্ডপ সাজানোর চেষ্টা করেন। এজন্য এবার পদ্মাসেতু ও মেট্রোরেলের আদলে মন্দিরে প্রবেশ পথ তৈরি করা হয়েছে। যা ইতোমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাড়া ফেলেছে।

তিনি বলেন, টানা দুই মাস ৫০ জন শ্রমিক কাজ করে হিমখালি খালের উপর তৈরি করেছে এই মেট্রোরেল ও সেতু। শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতেই এমন আয়োজন করেছেন তারা।

উৎসুক দর্শনার্থীরা এমন ব্যতিক্রম আয়োজন দেখে আনন্দও পাচ্ছে বেশ। এই মেট্রোরেল দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন প্রতিদিন।

মহেশ্বরকাটি পূজামন্ডপ পরিদর্শনে আসা সাতক্ষীরা শহরের বসু দাস বলেন, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। পূজা আসলে আমরা জেলার বিভিন্ন প্রান্তের মন্ডপে মন্ডপে ঘুরি। এ বছর মহেশ্বরকাটির আয়োজন সবচেয়ে ভালো লেগেছে।

কালিগঞ্জ থেকে আসা দর্শনার্থী অজিত সরদার বলেন, দুর্গাপূজা আসলে সনাতনদের মধ্যে মন্ডপ সাজানোর প্রতিযোগিতা চলে। সেই সাথে দর্শনার্থী ও ভক্তরাও ঘোরেন এ-মন্ডপ থেকে ও-মন্ডপে। এবার মহেশ্বরকাটির দুর্গামন্ডপ জেলার মধ্যে অন্যতম বলা যায়। পদ্মাসেতু ও মেট্রোরেল এখন মানুষের মুখে মুখে। যা দেখতে সকলেই মহেশ্বরকাটি আসছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!