মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজনের দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে।
নিখোঁজ তিনজন হলেন রিয়াদ আহমেদ রাজু (৪৫), তাঁর ছেলে রামিন আরিদ (১৬) এবং মোহাম্মদ জুয়েল (৪০)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারা ওই উপজেলার বেসনাল এলাকায় তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। পরে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। এ সময় বেশ কয়েকজন ট্রলার থেকে নদীতে গোসল করতে নামে।
এরপর রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তাঁরাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ।
টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঢাকা থেকে ইতোমধ্যেই প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
সদর থানার চর আব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম রয়েছে। উদ্ধারকাজ চলছে।
খুলনা গেজেট/এএজে