খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

পদ্মা সেতুর উদ্বোধনে খুলনায় হবে আলোকসজ্জা

নিজস্ব প্রতিবেদক

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আপামর মানুষের সর্বোচ্চ দাবি ও আকাঙ্খার বিষয়। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে নিজস্ব অর্থায়নে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের ১০ম বিশেষ সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

তিনি বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সেতু এতদাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে যা আমাদের সকলের জন্য আনন্দের। পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ দেশের মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার অমরকীর্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

বৃহস্পতিবার(১৫ জুন) বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মহানগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ মোড়সমূহে গেট নির্মাণ, জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ আলোকসজ্জিতকরণ ও শহীদ হাদিস পার্কে ডিজিটাল বোর্ড ও প্যানা স্থাপনের মাধ্যমে এতদাঞ্চলে বর্তমান সরকার কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহের প্রচার-প্রচারণা চালানো, আধুনিক ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন’কে আহবায়ক এবং পার্শ্ববর্তী ওয়ার্ডসমূহের কাউন্সিলরগণকে সদস্য করে কোরবানির পশুর হাট পরিচালনা কমিটি গঠন, পশুর হাঠে প্রবেশে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, অবৈধ পশুরহাট বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নগরীর সড়কসমূহ পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ঈদ-উল-আযহার দিনে মহানগরী এলাকায় বর্জ্য দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২২ জুন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণের আহবান জানানো হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক সভায় মিলিত হন। ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন প্রাক্কালে নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ সভা আহবান করা হয়। সভায় সিটি মেয়র নগর জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিচ্ছন্নকরণ এবং ডেঙ্গু ও চিকুনগুণিয়া প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: আব্দুর রকিব, নূরুন্নাহার এ্যানী, মোল্লা মারুফ রশিদ, মো: জিয়াউর রহমানসহ ৩১টি ওয়ার্ডের কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!