মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় দাঁড়িয়ে ছবি তোলার দায়ে দুই মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নওডোবা এলাকার বাইকচালক মো. ইব্রাহিম ও মো. ইসমাইলকে এ জরিমানা করা হয়। মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর ওপর দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। পরে তাদের সেতুতে না থামিয়ে জাজিরা প্রান্তে নিয়ে দু’জনের কাছ থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, কিছু শর্তসাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে একটি শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এনএম