খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

পদযাত্রা কর্মসূচি সফলে খুলনায় বিএনপির ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করতে নানা প্রস্তুতি নিয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি। জেলার ৬৮টি ইউনিয়ন এবং মহানগরীর ৩টি ইউনিয়নে

কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

কর্মসূচি সফল করতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে  আটরা-গিলাতলা, যোগিপোল ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে বিকাল ৩টায় শিরোমনি বৈশাখী বাজার থেকে আটরা গিলাতলা ইউনিয়ন, বিকাল ৪টায় বাদামতলা থেকে যোগীপোল ইউনিয়ন ও বিকাল ৫টায় আড়ংঘাটা বাইপাস থেকে পদযাত্রা শুরুর সিদ্ধান্ত গৃহিত হয়।  পদযাত্রা কর্মসুচিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়।

প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া,
বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আযম, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, সাজ্জাত হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, নাসির খান, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, নেহিবুল ইসলাম নেহিম, এড. কানিজ ফাতেমা আমিন, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শাহিন, কাজী কামরুল ইসলাম বাবু, নুর ইসলাম, শেখ এরশাদ আলী, মনিরুজ্জামান মনি, জি এম মঈন উদ্দিন, নজরুল ইসলাম, মাহবুব উল্লাহ শামীম, কে এম মাহবুব আলম, মোল্লা সালাউদ্দিন বুলবুল, সওগাদুল আলম সগীর, একেএম সেলিম, আব্দুস সালাম, সৈয়দ ইমরান প্রমূখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!