বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরি পদত্যাগ করেছেন। আগস্ট মাস থেকে আর বোর্ডের প্রধান নির্বাহী পদে থাকছেন না তিনি। গত বৃহস্পতিবার বিসিসিআই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। বোর্ডের সঙ্গে নির্ধারিত চুক্তির দেড় বছর আগেই পদত্যাগ করছেন জোহরি।
গত বছরের অক্টোবরে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের কয়েক মাস পর ইস্তফা দিতে চেয়েছিলেন জোহরি। সিদ্ধান্ত হয়েছিল চলতি বছরের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। যদিও এপ্রিলের আড়াই মাস পরই পুনরায় পদত্যাগ পত্র দেন তিনি।
সৌরভ দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয় কর্মী হিসেবে পদত্যাগ করলেন জোহরি। এর আগে গত নভেম্বরে প্রধান অর্থ বিষয়ক অফিসার সন্তোষ রাংনেকার পদত্যাগ করেছিলেন। নতুন কমিটি গঠনের ১৫ দিনের মধ্যেই পদত্যাগ করেন সন্তোষ।
লোধা কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিসিআইয়ে নিয়োগ পেয়েছিলেন রাহুল জোহরি ও সান্তোষ রাংনেকার। বিসিসিআইয়ের বর্তমান কমিটির সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই পদত্যাগ করেছেন এই দুজন- এমন গুঞ্জন প্রকাশ করছে ভারতের গণমাধ্যমগুলো।
খুলনা গেজেট/রুবেল