খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  চাঁদপুরে একটি লাইটার জাহাজের নাবিকসহ কয়েকজনকে হত্যা
  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

নড়াইলের ১৩ ইউপিতে নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের শপথ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

তবে মামলা সংক্রান্ত জটিলতায় ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান সজিব হোসেন বাদে সকলেই শপথ নিয়েছেন। এছাড়া ১৫৬ জন সাধারণ ও সংরক্ষিত সদস্যকে শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া ইসলাম।

এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সোহবার হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!