খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নড়াইলের কালিয়ায় ১২ ইউপিতে চলছে ভোটগ্রহণ 

নড়াইল প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে নড়াইলের কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই নানা বয়সী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশের পাশাপাশি , নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছে।

উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৭০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০৮ টি ভোট কেন্দ্রে ৪ শত ৬৫ টি ভোট কক্ষ খোলা হয়েছে, এর মধ্যে অস্থায়ী-কেন্দ্র-৫ টি এবং অস্থায়ী কক্ষ-৫৬টি ।

ভোট কেন্দ্রে ১০৮ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৩০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ৬৩৯ জন ও মহিলা ৭২ হাজার ৭৩৫ জন।

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!