নড়াইলে শিশু ধর্ষণকারী অপু বিশ্বাসের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উজিরপুর এলাকাবাসীর আয়োজনে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অ্যাডভোকেট কাজী বশিরুল হক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস, মো:রাসেল বিল্লাহ, উজিরপুর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলী হাসান খন্দকার, মেয়ের বাবা কাতেবর মোল্যা প্রমূখ।
বক্তারা বলেন, শিশু ধর্ষকের পিতা ও সহযোগিরা টাকার বিনিময়ে ধর্ষণের মেডিকেল রিপোর্ট পরিবর্তনের পাঁয়তারা চালাচ্ছে। হাসপাতালে অর্থের বিনিময়ে যারা মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে মিথ্যা সার্টিফিকেট দেয় তাদের ধিক্কার জানাই।এ সময় বক্তারা শিশু ধর্ষণকারী নড়াইল পৌর এলাকার উজিরপুর গ্রামের অপু বিশ্বাসের ফাঁসির দাবি জানান।
সূত্রে জানা যায়, নড়াইল পৌর এলাকার উজিরপুর গ্রামের শিশির বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস একই গ্রামের চার বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গত ৩০ আগষ্ট বেলা ১২টার দিকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অপু বিশ্বাসকে আসামি করে গত ৩১ আগষ্ট নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। পরে পুলিশ অপুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। রবিবার আসামি অপু বিশ্বাসের জামিন শুনানী অনুষ্ঠিত হলেও আদালত জামিন না মঞ্জুর করেন।
খুলনা গেজেট /এমএম