নড়াইলে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৫ এপ্রিল)সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
জানাগেছে, ২০১৩ সালের ১৯ মার্চ নড়াইলের কালনাঘাটা এলাকায় ঈগল পরিবহনে তল্লাশীকরে ১২৯ বোতল ফেনসিডিলসহ বাসের চালক নড়াইল সদরের বাগডাঙ্গাগ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার ও হেলপার পাইকমারী গ্রামের কাজী বাবরের ছেলে কাজী বদিয়ার রহমানকে আটক করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন । রায়ের সময় আসামি মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমান আদালতে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই