খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের
  ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত : রয়টার্স; জীবিত কারও সন্ধান মেলেনি : রেড ক্রিসেন্ট

নড়াইলে ফেনসিডিল বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নড়াইলে ফেনসিডিল বিক্রির দায়ে মাসুদ শেখ (৪০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।

মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুরবাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ৯ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!