নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় পাওনা সুদের টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাস (৫৫) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার আইয়ুব হোসেন মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ বোরহান উদ্দিন, সৈয়দ আক্কেল আলী, মোঃ আবুল কালাম বিশ্বাস, শেখ নজরুল ইসলাম, নিহতের ছেলে বাপ্পি বিশ্বাস, রিপন সরদার প্রমুখ।
উল্লেখ্য, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের ট্রাক চালক বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার দেয়। শর্ত মোতাবেক নির্ধারিত সময়ে মুল টাকা ও সুদের টাকা পরিশোধ না করায় গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে ধরে নিয়ে মারপিট করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ বাপ্পি বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনকে আসামী করে ৪ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত আসামী দিঘলিয়া গ্রামের কালু বুড়াকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এ হোসেন