খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ১

লোহাগড়া প্রতিনিধি

অভিযুক্ত ফারুক শেখকে আটক করেছে পুলিশ
অভিযুক্ত ফারুক শেখকে আটক করেছে পুলিশ

নড়াইলের লোহাগড়ায় নওশের শেখ (৫৯) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নওশের শেখ সরশুনা গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল ওয়াজেদ আলী শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখকে (৩৫) ওইদিন বিকেলে চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের উত্তরপাড়ার নওশের শেখ (৫৯) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের একটি মাঠে যান। এ সময় একই গ্রামের মৃত শেফায়েত শেখের ছেলে ফারুক শেখ (৪০) ঘাস কাটার জন্য সেখানে উপস্থিত হয়। এ সময় ঘাস কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ফারুক কৃষক নওশের শেখকে মারধোর করে। এরপর কৃষক নওশেরের কাছে থাকা ঘাসকাটার হাসুয়া কেড়ে নিয়ে তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ওই মাঠে থাকা মতিয়ার নামে অপর এক কৃষক এ ঘটনা দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং নওশের শেখকে মৃত অবস্থায় দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, অভিযুক্ত ফারুক শেখ মানসিক ভারসাম্যহীন যুবক। দুপুরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক শেখকে পার্শ্ববর্তী শামুকখোলা গ্রাম থেকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এএ/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!