খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ভারত

নড়াইলে আসামী আটক না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল পৌরসভার মেয়র ও পৌর পরিষদের উপর সন্ত্রাসী হামলা ও আসামী গ্রেফতার না হওয়ার প্রতিবাদে এবং দ্রæত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বেলা ১১ টায় পৌর ভবনের সামনে নড়াইল জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা শাখা, পৌরশাখা জেলা ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবি লীগ, সচেতন নড়াইল বাসী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, পৌর পরিষদের সদস্যসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনজুমান আরা, প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, বাংলাদেশের ওয়াকার্স পাটির জেলা সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, নারীনেত্রী রওশন আরা কবীর লিলি , ইসমত আরা, সালমা রহমান কবিতা, জেলা আওয়ামীলীগের সদস্য শ্রমিক নেতা বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্যলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ, কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ। এসময় বক্তারা, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং তাদের মতদদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল নড়াইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার হাট বাজার টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল, এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাধন, ছাত্রলীগের উচ্ছাস, শাওনসহ ৮/১০জন মেয়রের কার্যালয়ে অস্ত্রসহ প্রবেশ করে গালাগালি করে এবং ১০ লক্ষ টাকা চাদা দাবী করে। এই অভিযোগ এনে রাতেই নড়াইল পৌরসভার মেয়র বাদী হয়ে সদর থানায় নিলয় রায় বাধন, ছাত্রলীগের উচ্ছাস, শাওন এই তিনজনের নাম উল্লেখসহ ৮/১০জনের নামে মামলা দায়ের করেন। পরদিন ২৭ এপ্রিল বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন। ২৮ এপ্রিল বিষয়টি নিয়ে পৌর পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলন করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। এমতবস্থায় সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং তাদের মতদদাতাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!