প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। পরে প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে যায়। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন অঞ্জন বিষ্টা।
দ্বিতীয়ার্ধে নেপালকে আর গোল দেয়ার সুযোগ দেয়নি জামাল ভূঁইয়ারা। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণে একটিমাত্র গোল করে বাংলাদেশ।
১৮তম মিনিটে প্রথম গোলটি আসে। ফ্রি-কিক থেকে আসা বল দুর্দান্ত হেডে বাংলাদেশের জালে বল জাড়িয়ে দেন ভিস্তা। ২৭তম মিনিটে দ্বিতীয় গোল করে অঞ্জন ভিস্তা। মাটি কামড়ানো শট থেকে স্কোর বাড়ান তিনি। ৩৮তম মিনিটে তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন ভিস্তা। এবারও হেড দিয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি।
প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায় জামাল ভূঁইয়ারা। পরে ডাইভ দিয়েই বলে হেড করে নেপালের জালে বল জড়ান সাজ্জাদ। পরে আর চেষ্টা করেও স্কোর করতে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত ৩-১ গোলেই শেষ হয় ম্যাচ।