যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুর উন নবীর ধানের শীষ প্রতীকের সেন্টার কমিটির আহবায়কদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
শুক্রবার দুপুরে শহরের লালদীঘি পাড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের একশ’ ৩১টি সেন্টারের আহবায়করা উপস্থিত ছিলেন। উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ও দলের সদর উপজেলা সভাপতি নুর উন নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের জেলা আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, হাজি আনিসুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মীর নূর ইমাম, মাসুদুজ্জামান মাসুদ, এহসানুল হক সেতু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, ২০ অক্টোবরের নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মীকে মাটি কামড়ে কেন্দ্রে পড়ে থাকতে হবে। যে কোনো বাধা বিপত্তিকে উপেক্ষা করে কর্মীদের শেষ পর্যন্ত তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
খুলনা গেজেট/কেএম