বাগেরহাটে জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম তানুভূইয়া হত্যার প্রতিবাদে শোক সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। শহরের পুরাতন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পিসি কলেজ রোড হয়ে সরুই সরকারি কবর স্থানে পৌছে নিহত তানুর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে ওই স্থানেই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জাতীয়তা বাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মো: মুজিবুর রহমান, এ্যাডভাকেট শেখ অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাহিদুল ইসলাম শান্ত, সেচ্ছাসেবকদল নেতা আব্দুস সালাম জুয়েল প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে আজিজুল বারি হেলাল বলেন, বিভিন্ন জেলায় বিএনপির ৮ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তানু ভূইয়াকে হত্যা করে আন্দোলন বন্ধ করতে চেয়েছে। নেতা-কর্মীদের হত্যা করে, গণ পরিবহন বন্ধ করে গণ সমাবেশ ঠেকাতে পারেনি তেমনি তানু ভ’ইয়াকে হত্যাকরে সরকারের পতন ঠেকানো যাবে না। অবিলম্বে তানুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় জাতীয়তা বাদী শক্তি ও জিয়ার সৈনিকরা রাজপথ অবরুদ্ধ করবে। সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী প্রতিটি কর্মীর হত্যার বদলা নেয়া হবে।
উল্লেখ্য বিএনপির সরুইস্থ কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের শোকসভা অনুষ্ঠানের কথা ছিল। সেখানে পুলিশ নেতা-কর্মীদের অবরুদ্ধ করে গেটে তালা লাগিয়ে দেয়।