শ্রীলঙ্কা সফর স্থগিতাদেশ পাওয়ায় পরিবারের কাছে ফিরে গেলেও নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে পা রাখবেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে রয়েছেন। দেশে ফিরে কর্পোরেট লিগ টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করবেন সাকিব।
পাঁচ দলের কর্পোরেট লিগে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দিয়েই সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। সাকিবের উপর আইসিসির আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবরের পর, অর্থাৎ আর ঠিক ৩ দিন পরই।
২৯ অক্টোবর থেকে আবারো সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার অনুমতি পাবেন সাকিব। জাতীয় দলের কোনো ব্যস্ততা আপাতত নেই। সাকিব তাই মাঠে ফিরবেন ঘরোয়া ক্রিকেট দিয়েই। কর্পোরেট লিগে তাকে রেখেই স্কোয়াড গঠন করছেন নির্বাচকরা। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে কর্পোরেট লিগ, কিংবা সূচি একটু পেছাতেও পারে।
সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে সাকিব দেশে পা রাখবেন। বিশ্রাম-পর্ব শেষে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন। নিষেধাজ্ঞা পাওয়ার পর এবারই প্রথম বিসিবির অবকাঠামোগত সুবিধা ভোগ করতে পারবেন সাকিব, নিষেধাজ্ঞা চলাকালে যে সুবিধা প্রয়োগের সুযোগ নেই। এর আগে গত সেপ্টেম্বরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
কর্পোরেট লিগে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই গণমাধ্যমকে অবহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল বাছাই নিয়ে নির্বাচকরা প্রাথমিক স্কোয়াডও নিজেদের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। কর্পোরেট লিগে সাকিব যে দলে খেলবেন সে দলই যে বেশি আলো কেড়ে নেবে, তা না বললেও চলে। সাকিবকে মাঠে পেতে যে মুখিয়ে আছে দেশের ক্রিকেট আঙিনা!
খুলনা গেজেট/এএমআর