খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ সরকারের নিন্দা
  যুবদল নেতা হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল ৭ দিনের রিমান্ডে

নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই উইকেট তুললেন নাসির

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন নাসির হোসেন। দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে খেলেছেন তিন ফরম্যাটেই। তবে বিতর্কেও কম জড়াননি। সর্বশেষ টি-টেন লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে শাস্তি পান নাসির। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এই ক্রিকেটার।

সোমবার (৭এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন নাসির। গতকাল রাতে নাম লিখিয়েছিলেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। দেড় বছর পর মাঠে ফিরে কেমন করবেন নাসির তা নিয়ে ছিল দর্শকদের বাড়তি উন্মাদনা।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রত্যাবর্তন ম্যাচে নাসির বল হাতে খারাপ করেননি। ১০ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ৩১। উইকেট শিকার করেছেন একটি।

তবে বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। করেছেন ১১ বলে ৯ রান, তবে তার দল জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। গেল মাসে শোনা গিয়েছিল আবাহনীর হয়ে খেলতে পারেন নাসির, তবে শেষ পর্যন্ত রূপগঞ্জের হয়ে দেখা গেল তাকে।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে উপহার পাওয়ার তথ্য গোপন করায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ। মূলত নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা কমিয়ে আনে আইসিসি।

খুলনা গেজেট জে/এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!