প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগেও বিএনপি খেলতে চেয়েছিলো। এ খেলায় তাদেরকে উসকানি দেয় কিছু মুরুব্বি। কিন্তু এবার সফল হতে পারেনি। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১৯৭৫ এর পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কোথাও এতটুকু্ও খুঁত পায়নি। যদি মানুষের আস্থা-বিশ্বাস ভালোবাসা অর্জন করতে না পারতাম, তাহলে টানা চারবার নির্বাচিত হতে পারতাম না। মানুষ আমাদের উন্নয়নের সুফল পাচ্ছে বলেই আমাদের ভোট দিয়েছে। এখন মানুষ যদি ভোট দেয়, সেটা কি আমাদের দোষ।
বিএনপির প্রতি প্রশ্নরেখে শেখ হাসিনা বলেন, বিএনপি কী নির্বাচন করবে। ২০০৮ সালে পেয়েছিলো ৩০টা সিট, ২০দলের ৩০ সিট। এরপর থেকে এরা নির্বাচন বিমুখ। আওয়ামী লীগ নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেই রাজনীতি করে, ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে।
প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যারা কাজ করেন, তারা নিজেরা অংশীদার খুঁজতে পারেন, দেশে বিনিয়োগ করতে পারেন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, সেখানে বিনিয়োগ করতে পারেন।
‘আমি জানি না, কী সোনার হরিণ খুঁজতে যেয়ে এসে ভূমধ্যসাগরে ডুবে মরা, এটা খুবই কষ্টকর। যারা অবৈধভাবে বিদেশে আসতে চায়, তাদের সচেতনতা করতে হবে। কিছুলোক অনবরত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এটা যেন করতে না পারে, এ ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা গেজেট/কেডি