খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশি অস্ত্র নিয়ে মিছিল, আটক ১

গেজেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করার অপরাধে সাবুল ইসলাম সাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাবু ভাটই গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত রোববার বিকেলে শৈলকূপার ভাটই বাজারে একদল যুবক নৌকা প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে এবং জনমনে আতংকের সৃষ্টি করে! মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে আটক করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্সে নীতি অবলম্বন করছি। আটককৃত সাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!