খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণায় জমজমাট ডুমুরিয়ার আটলিয়া-মাগুরাঘোনা

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

ডুমুরিয়ায় ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আটলিয়া ও মাগুরাঘোনায় প্রচার প্রচারণায় জমে উঠেছে গ্রামগঞ্জ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। নির্বাচনী প্রচারণায় বেশি মুখোর চায়ের দোকানগুলো।

ভোর থেকে অধিক রাত্র পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা। এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এদিকে আ’লীগের মনোনয়ন বঞ্চিত অনেক প্রার্থী স্বতন্ত্র হয়ে, কেউবা সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে।

জানা যায়, ডুমুরিয়ায় ১৪টি ইউপিতে ৬৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত ১৬১ ও সাধারণ সদস্য পদে ৫১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৫নং আটলিয়া ইউনিয়ন হতে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতাপ কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শেখ হেলাল উদ্দিন ও ঘোড়া প্রতীকে বিএনপি নেতা সরদার দৌলত হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২০৬ জন মোট ভোটারের মধ্যে মহিলা ১৩ হাজার ৪ জন এবং পুরুষ ১৩ হাজার ২০২ জন।

৬নং মাগুরাঘোনা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম হেলাল, ইসলামিক আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আব্দুল আজিজ বিশ্বাস, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আনারস প্রতীকে আ’লীগের আব্দুল আজিজ, মোটরসাইকেল প্রতীকে জামায়াত নেতা আব্দুল হালিম, চশমা প্রতীকে বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদসহ সংরক্ষিত সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৯টি কেন্দ্রে ১৮ হাজার ৩৩৪ জন মোট ভোটারের মধ্যে মহিলা ৯ হাজার ৭০ এবং পুরুষ ৯ হাজার ২৬৪ জন।

আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দীন বলেন, ‘গত ইউপি উপনির্বাচনে মাত্র ৬৫ দিন ভোট করে আমি ২য় স্থানে ছিলাম। গত নির্বাচনের পর থেকে দীর্ঘ ৪টি বছর ধরে আমি জনগনের পাশে থেকে তাদের বিপদে আপদে পাশে থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করেছি। বিশেষ করে করোনাকালীন সময়ে গরীর অসহায় পাশে থেকে সাহায্য সহযোগিতাও করেছি। আমি সারাজীবন জনগণের সেবক হিসেবে বেঁচে থাকতে চাই।’

আটলিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী প্রতাপ রায় বলেন, ‘আমার এখানে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে দলের কয়েকজন সরাসরিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টি আমি লিখিতভাবে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে অবহিত করেছি।’

এদিকে মাগুরাঘোনায় আ’লীগের মনোনয়ন বঞ্চিত নেতৃবৃন্দ নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম হেলাল বলেন, ‘দলের কিছু লোকজন নৌকাকে হারানোর জন্য পরিকল্পিতভাবে যা যা করা দরকার তাই করছে। তবুও জনগণ আমাকে যেভাবে সাড়া দিচ্ছে আমি আশা করি জয়লাভ করব’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!