খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে আ’লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে নানান কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের কর্মীসভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের স্থগিত কর্মীসভা পুনরায় শুরু হচ্ছে।

পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২৭নং ওয়ার্ড, ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৬নং ওয়ার্ড, ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় ৩০নং ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ২৮নং ওয়ার্ড, ১৪ অক্টোবর শনিবার বিকাল ৪টায় ১৭নং ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ১৮নং ওয়ার্ড, ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৩১নং ওয়ার্ড, ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৯নং ওয়ার্ড, ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২০নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হবে।

এসকল ওয়ার্ডে শুধুমাত্র মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরাই অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অনুরূপ কর্মসূচি খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানার সকল ওয়ার্ডে গ্রহণ করা হবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!