খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিজয় দিবসের র‍্যালিতে ডা.আ ফ ম রুহুল হক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামী ৭ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। যড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিজয় র‍্যালিতে অংশগ্রহণ কালে আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা থেকে এই র‍্যালি শুরু হয়ে আশাশুনির বিভিন্ন ইউনিয়ন ও বাজার প্রদক্ষিণ করে বুধহাটা ইউনিয়নে এসে শেষ হয়।

সাতক্ষীরা-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডা. আফম রুহুল হক এমপির নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, দেবাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশাশুনিয় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তারালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান, উপজেলা খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা.আ ফ ম রুহুল হক এমপি বলেন, বর্তমান সরকারের সময়ে আশাশুনিতে অনেক উন্নয়ন হয়েছে। মানিকখালি ব্রিজ, আশাশুনি বাইপাস, ফায়ার সার্ভিস নির্মাণ,আশাশুনি কলেজকে জাতীয় করণ করা হয়েছে। এছাড়া আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটায় উপজেলায় শত শত রাস্তায় ঘাট, মসজিদ, মন্দির নির্মাণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে গভীর নলকূপ ও হাজার হাজার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। টেকসই বাঁধের জন্য ১২হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে কাজগু‌লো‌ চলমান রাখবো।

তিনি আরো বলেন, আগামী ৭ তারিখের নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এটি প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা ক্ষমতায় এসে মানুষের চিকিৎসা সেবার কথা ভেবে সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) করেছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে।

আগামীতে সরকার ক্ষমতায় আসলে সাতক্ষীরায় রেল লাইন করবো। ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে সবাইকে সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!