খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

নির্বাচন বাতিল ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবি’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের হাতে একটি অপশিক্ষা সিলেবাস তুলে দিয়ে আগামীর প্রজন্মকে ইসলামী সমাজ ও মূল্যবোধ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত সরকার। কোমলমতি বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের নামে নৈতিকতা বিরোধী প্রশ্চিমাদের ঘৃনতম কালচার সমকামিতার প্রতি উৎসাহিত করা হচ্ছে। সরকার ভোটার বিহীন একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। সংসদে ভেঙ্গে দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান বক্তারা ।

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল তিনটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যলয়ের সামনে ইসলামী আন্দোলন খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্বক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মিছিল পূর্বক সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ রেজাউল করিম, মোঃ আবু গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আঃ সাত্তার, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মাওঃ আসাদুল্লাহ হামিদি, এইচ এম এনামুল হাসান সাঈদ, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রওশান আলী, আলহাজ্ব সরোয়ার বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন শেখ, মোল্লা রবিউল ইসলাম, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মোঃ ওলিয়ার রহমান, হাফেজ খায়রুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, শফিকুল ইসলাম, ডাঃ রাকিবুল হাসান, মাওলানা হারুন অর রশিদ -মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ নুরুল হুদা সাজু, মাওঃ আবু সাঈদ, কারী জামাল হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ আকিছুর রহমান, মোঃআশরাফ আলী, আলঃ আবু দাউদ, হাফেজ কারিমুল ইসলাম গাজী মোঃ নূর ইসলাম মোঃ শামিম হোসেন মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, ওসমান করীম, ইসমাঈল হোসেন, গাজী মিজানুর রহমান, গাজী মুরাদ, মোঃ কবির হোসেন, মাসুম বিল্লাহ, আলফাত হোসেন লিটন, কামরুল ইসলাম, শিক্ষক নেতা মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা মাহবুবুল আলম, যুব নেতা ইমরান হোসেন মিয়া, আব্দুস সবুর, এসকে নাজমুল হাসান, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, রেজাউল করীম, মাওলানা ইলিয়াস হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম খাঁন, ছাত্রনেতা মুহাম্মাদ মঈন উদ্দিন, এস.কে আবু রায়হান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ মোল্লা, মুহাম্মাদ নাইম ইসলাম, মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয় সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!