জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। তবে সেই জয়ের পর থেকে টানা চার ম্যাচ হেরেছে টাইগাররা। সব শেষ দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। বড় পরাজয়ের এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত শতক।
বিশ্বকাপ দলে অভিজ্ঞ এই ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ব্যাট হাতে রান পাওয়ার পরও জাতীয় দল থেকে নির্বাচকরা ‘বিশ্রাম’-এ পাঠায় রিয়াদকে। যদিও ক্রিকেটপ্রেমীরা মনে করেন, বিশ্রামের নামে রিয়াদকে তখন দল থেকে বাদই দেয়া হয়েছিল।
চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে ম্যাচ নিয়ে আলোচনার পাশাপাশি কথা বলেন পারিপার্শ্বিক বিষয় নিয়েও।
মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেয়ার নির্বাচকেরা বলেছিলেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই বিশ্রাম নিয়েও কথা বলেছেন দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। তিনি বলেন, ‘বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গিয়েছিল। এটা আমার হাতে নেই। এটা ছিল নির্বাচকদের সিদ্ধান্ত। আমার কাজ হলো সততা দিয়ে নিজের কাজটা করা। আমি এটাই করতে চাই।’
দেশ এবং দলের জন্য ভালো কিছু করাই এখন মূল লক্ষ্য রিয়াদের। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে এটুকুই বলতে পারি যে আমি দেশের জন্য খেলতে চাইছি এবং দলের জন্য অবদান রাখতে চাইছি। যদি দলের জয়ের জন্য কিছু করতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’
খুলনা গেজেট/এনএম