গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ (বুধবার) রাতে গোবিপ্রবি শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি দূর্জয় শুভ এর উদ্যোগে ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়।
এসময় গোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সহ-সভাপতি শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাজান ইসলাম, দপ্তর সম্পাদক তকি ইয়াসির উপস্থিত ছিলেন।
গোবিপ্রবি দূর্জয় শুভ বলেন, রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় আনসার ভাইদের খোঁজ খবর নিতে গেলাম। সন্তানতুল্য হিসেবে আমি তাদের সাথে সেহেরী সম্পন্ন করি এবং উনাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।
সহ সভাপতি শফিকুল আলম বলেন, সামাজিক জীব হিসেবে সমাজে চলতে গেলে সবাইকে একসাথে নিয়ে চলতে হয়। ক্যাম্পাসে বন্ধু-বান্ধব হতে শিক্ষকসহ অন্যরাও আমাদের পরিবারের মতই একটি অংশ। আমাদের ক্যাম্পাসকে যারা দেখে রাখে, নিরাপত্তা দেয়, নিজেদের পরিবারের অংশ মনে করি, তাদের মাঝে সেহেরি বিতরণ করার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধারা চলমান থাকবে।
খুলনা গেজেট/জেএম