ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬৩ তম সিন্ডিকেট সভা গত রোববার উপাচার্যের বাসভবনস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেখানে চূড়ান্ত নিয়োগ ও প্রমোশন বোর্ড টেবিল এজেন্ডা হিসেবে আলোচনা করার কথা থাকলেও সদস্যদের বিরোধিতার মুখে তা বাতিল করা হয়। ফলে নিয়োগ-প্রমোশন বোর্ড ছাড়াই শেষ করতে হয় সিন্ডিকেট সভা।
সভা সূত্রে জানা যায়, মেগা প্রকল্পে অনিয়মের তদন্ত প্রতিবেদন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের শিক্ষা ছুটির বিষয়টি পূর্ব নির্ধারিত আলোচ্যসূচিতে থাকলেও চূড়ান্ত নিয়োগ ও প্রমোশন বোর্ড টেবিল এজেন্ডা হিসেবে আলোচনা করার কথা ছিল। কিন্তু পূর্বের আলোচ্যসূচিতে না থাকায় নিয়োগ, প্রমোশন বোর্ডসহ অন্যান্য আলোচনা করার বিরোধিতা করেন সিন্ডিকেট সদস্যরা। এতে আলোচ্যসূচির বাইরে কোনো আলোচনা করা হয়নি বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, ‘নিয়োগ ও প্রমোশন বোর্ডের বিষয় আলোচ্যসূচিতে না থাকায় কয়েকজন সিন্ডিকেট সদস্য বিরোধিতা করেন। পরে এ বিষয়ে আলোচনা হয়নি।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘সভা সম্পন্ন হয়েছে। পরে রেজুলেশন হলে বিষয়গুলো জানা যাবে।’
উল্লেখ্য, বিভিন্ন পদে ১৩ জনের (প্রকৌশলী, অফিস সহকারী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী) নিয়োগের সুপারিশ করে নিয়োগ নির্বাচনী বোর্ড। এসব বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে বলে জানান এক সিন্ডিকেট সদস্য। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়টি সিন্ডিকেট সদস্যদের দেওয়া চিঠিতে এজেন্ডা হিসেবে উল্লেখ নেই বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে