বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
সোমবার (৩০ আগস্ট) বটিয়াঘাটার নিম্ন আয়ের মানুষের মাঝে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপস্থিত জনসাধারনের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক খুলনা জেলা পুলিশ নিয়োজিত আছে মর্মে আশ্বস্ত করেন। তিনি উপস্থিত সকলকে করোনাকালে সতর্ক থাকার পরামর্শ দেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রাশেদ হাসান।