বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরী আতশবাজি ফোঁটাতে গিয়ে রাফি শিকদার (১৪) নামে এক কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওই দুর্ঘটনা ঘটে।
আহত রাফি ওই গ্রামের রাসেল শিকদারের ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
আহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে ওই কিশোর নিজে নিজে আতশবাজি বানায়। নিজের তৈরি ওই আতশবাজি ফাঁটিয়ে আনন্দ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফির শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, স্থানীয়ভাবে এমন আতশবাজি তৈরী ও এর ব্যাহার অবৈধ ও বিপজ্জনক। দূর্ঘটনার বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/ এএজে