সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম এবার বাফুফের নির্বাচনে জয়ী হতে পারলে তিনি নিজের চেয়েও ভালো মানের ফুটবলার গড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাফুফের নির্বাচনে আসলাম সিনিয়র সহসভাপতি পদে লড়াই করছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম মুর্শেদী। গতকাল দুপুরে ক্লাবগুলোর মতবিনিময় সভায় আসলাম বলেন, ‘আমি ফুটবলের কমিটিতে ছিলাম। কিন্তু আমাকে কাজ করার সুযোগ দেয়নি। আমিও চাই ফুটবলে পরিবর্তন। আমি আপনাদের কথা দিলাম যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমি আসলামের চেয়েও ভালো খেলোয়াড় আপনাদের উপহার দিব।’
কাজী সালাহউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এরই মধ্যে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সালাহউদ্দিন সালামের বিরোধী প্যানেল আসলাম মহি বাবলুদের নেতৃত্বে সমন্বয় পরিষদ ক্লাবগুলোর সঙ্গে মতবিনিময় করে ভোট চায়। এই প্রার্থীরা প্রথমে এক সঙ্গে ছিলেন না। সবাই যে যার মতো করে আলাদা আলাদা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এই পরিষদ সভাপতি পদে প্রার্থী দেয়নি। এদের কাছের মানুষ বাদল রায় সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েও পরে তিনি দুই দফায় নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। তার পরও আগামী ৩ অক্টোবর নির্বাচনে ব্যালটে বাদল রায়ের নাম থাকবে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল বাবলু বললেন, ‘না আমরা সভাপতি প্রার্থী দেইনি। বাদলের নাম থাকবে সেটি আইনের ব্যাপার।’
খুলনা গেজেট/এএমআর