খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে
  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা
  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েল মাতুব্বর(২৬) নামে এক যুবক নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২২এপ্রিল) বেলা ১০ টার দিকে পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। জুয়েলের মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

বাদনীভাঙ্গা গ্রামের আলকাজ মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর গতকাল শুক্রবার নগদ টাকায় একটি ড্রেজার থেকে বালু আনলোডের জন্য পাইপ বসানোর কাজে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল। তার স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, জুয়েল মাতুব্বর কি কারনে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!