খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নিকি হ্যালি ও মাইক পম্পেইকে প্রশাসনে নিচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসনে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে যোগদান করতে বলা হবে না। শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প এক কথা বলেন। খবর রয়টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বর্তমান প্রশাসনে যোগদানের জন্য সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে আহ্বান জানানো হবে না। পূর্বে তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে ব্যাপক উপভোগ করেছি। দেশের জন্য তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক ঘটবে। ওই দিন তিনি শপথ নিবেন। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি তার নতুন প্রশাসনের সদস্যদের সঙ্গে সাক্ষাত করার কথা জানিয়েছেন। শুক্রবার রয়টার্সের প্রতিবেদেন বলা হয়েছে, বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি মনোনীত একজন সম্ভাব্য প্রার্থী।

নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার সাবেক একজন গর্ভনর। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। এতে ট্রাম্প তার ব্যাপক সমালোচনা করেন। শেষ পর্যন্ত রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী পদে টিকে থাকতে পারেননি হ্যালি। ট্রাম্পের জনপ্রিয়তার কাছে তাকে হারতে হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তার অধীনে মাইক পম্পেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হয়তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া ২০২৩ সালের এপ্রিলে মাইক পম্পেই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানের হয়ে লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে তাকে রিপাবলিকান দলের অধিক গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ধারণা করা হয়েছে।

এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হ্যালি ও পম্পেই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!