বাংলাদেশে পা রাখার পর নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুই সদস্য ছিলেন কোয়ারেন্টিনে। এতদিন ভার্চুয়াল মাধ্যমে কাজ করলেও আজ থেকে রুমের বাইরে যেতে পারবে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, “নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুইজন সদস্যের একজন ১৭ তারিখ, আরেকজন ২০ তারিখ বাংলাদেশে এসেছিলেন। এছাড়াও ২০ তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড দলের দুইজন খেলোয়াড়ও বাংলাদেশে এসেছিলেন। সবাই এ পর্যন্ত রুম কোয়ারেন্টিনে আছেন। আজকে বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেল কর্তৃপক্ষ হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দিবেন।”
“আজকে প্রথম পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশ নিবেন। এতদিন পর্যন্ত তারা ভার্চুয়াল মাধ্যমে বিসিবির সাথে ও হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছেন।” সোমবার মাঠ পর্যবেক্ষণের কথা রয়েছে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। এরপর দুপুরে হোটেলে প্রবেশ করবে সফরকারী নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ হোটেলে উঠবে সকালে। পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও কাল দেশে ফিরে দলের সাথে যোগ দিবেন।
হোটেলে ওঠার পর কোয়ারেন্টিনে থাকবেন দুই দলের ক্রিকেটার, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা। তাদের দুই দফা করোনা পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষার ফলের ভিত্তিতে ২৭ তারিখ থেকে অনুশীলনের সুযোগ পাবে দুই দল।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
খুলনা গেজেট/ টি আই