প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে হারার পর নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ নারী দল। ৩৭ রানের এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল নিগার সুলতানা জ্যোতির দল।
ডুনেডিনে এ দিন টস জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৪৮ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যামেলিয়া কার। ৩০ বলে খেলা অপরাজিত এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার।
তার সঙ্গে ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ম্যাডি গ্রিন। এ ছাড়া সুজি বেটস এবং রেবেকা বার্নস ২০ রান করেন। অধিনায়ক সোফি ডিভাইন করেন ১৪ বলে ১৯ রান।
বাংলাদেশের হয়ে ২২ রান খরচায় দুই উইকেট নেন মারুফা আক্তার। একটি করে উইকেট নেন রিতু মনি এবং রুমানা আহমেদ।
লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১১১ রান করে বাংলাদেশ নারী দল। অধিনায়ক জ্যোতি করেন ইনিংস সর্বোচ্চ ৩১ রান। এছাড়া শারমিন আক্তার ২২ ও ফারজানা হক ১৫ রান করেন।
আর কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। কিউই বোলারদের মধ্যে ১২ রান খরচায় দুই উইকেট নেন হেইলি জেনসেন। একটি করে উইকেট নেন ফ্রান জোনাস, লিয়া তাহুহু এবং ইডেন কারসন।