সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে বন্দর নগরীর দলটি। নাহিদুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ১২১ রানে গুটিয়ে গিয়েছে চ্যালেঞ্জার্স বাহিনী।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাহিদুলের স্পিন তাণ্ডবে ১৯.৫ ওভারে ১২১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। ১২ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেন খুলনার নাহিদুল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানের মধ্যে আভিস্কা ফার্নান্দো ও ইমরানউজ্জামানকে হারায় চট্টগ্রাম। অফস্পিনার নাহিদুল ইসলামের বোলিংয়ের সামনে উড়ে যায় চ্যালেঞ্জার্সের টপঅর্ডার। চতুর্থ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসকে ৩টি চার ও একটি ছক্কা হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু পরের ওভারে নাহিদুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ফেরেন ১৩ বলে ১৯ রান করা এই বাঁহাতি ওপেনার।
৩২ রানে ৩ উইকেট হারানো বন্দর নগরীর দলটিকে টানার চেষ্টায় ছিল দিপু ও নজিবুল্লাহ। কিন্তু গতরাতে শতরানের জুটি গড়লেও আজ ব্যর্থ হয়েছেন দুজন। নাসুম আহমেদের বলে ৬ রানে বিদায় নেন শাহাদাত দিপু। ২ রানে আউট হয়ে ফেরেন চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। ব্যাক্তিগত স্পেলের শেষ ওভারে সর্বোচ্চ ২৩ রান করা আফগানিস্তানের নজিবুল্লাহকে প্যাভিলিয়নে ফেরান নাহিদুল।
দলীয় ৮০ রানের মধ্যে ৭ ব্যাটারকে হারায় চট্টগ্রাম। অষ্টম উইকেটে নিহাদুজ্জামান ও শহিদুলের ২৯ রানের জুটিতে দলীয় ১০০ পার করে চট্টগ্রাম। শেষ ওভারে আউট হওয়ার আগে ১২১ রানে অলআউট হয় শুভাগত হোমের দল। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন শহিদুল ইসলাম।