খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দূর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

নারীদের বিভাগ ভিত্তিক অনুর্ধ্ব১৫ টি-টোয়েন্টি ক্রিকেট মে মাসে শুরু

ক্রীড়া প্রতিবেদক

শেখ হাসিনা বিভাগ ভিত্তিক অনুর্ধ্ব ১৫ T 20 ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অফিস কক্ষে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মেহেরুন্নেছা জুই  এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 সাংগঠনিক সম্পাদক সিলভী হারুনের পরিচালনায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজা করিম নেলী টুর্নামেন্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন।

সভায় খুলনা বিভাগীয় পর্যায়ে আগামী মে মাসে প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনার ১০ জেলাকে ৩টা জোনে বিভাক্ত করে প্রতিযোগিতার মাধ্যমে ৪ টি বিভাগীয় টিম প্রস্তুত  করা হবে। টিমের নামগুলো জেলাগুলির নদীর নামে পরিচিত হবে। বিভাগীয় ফাইনাল খেলার ভেন্যু হবে জেলা স্টেডিয়াম অথবা আবু নাসের স্টেডিয়াম।

খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কম্পেলেক্স এর মাঠে মহিলাদের জন্য ক্রিকেটের পিস তৈরি করা হবে, এ ব্যাপারে সহযোগিতা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড: ফারুক আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার মাহেরা নাজনীন।   আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য পূরবী মজুমদার ও আয়েশা বেগম, উপ পরিচালক আবুল হোসেন হাওলাদার, খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী  রেহেনা আক্তার, যুগ্ম সম্পাদক পারভীন রহমান, কোষাধ্যক্ষ ফিরোজা বানু, সদস্য তানজিমা জেসমিন,  নাছিমা খাতুন, শেখ সেলিনা আকবারী,তাসমিন আলী লিলি,তানিয়া খাতুন, সায়েদা বানু শিল্পী, দিলরুবা খানম, রাবেয়া খানম,  হালিমা ইসলাম, কোচদের মধ্যে ইমতিয়াজ হোসেন পিলু,  ওভাষী হালদার, সামছুল আলম রনি,শহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

সভার শুরুতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সংস্থার সহ সভানেত্রী  হোসনে আরা খান, যুগ্ম সম্পাদক বেগম পরী বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!