খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের মারধরের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন খুলনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুটবল খেলার জন্য সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচীসহ ৪ জনকে মারধর করা হয়েছে। নারী জাতি যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন একশ্রেণির মানুষ নারীদের অপমান-অপদস্ত করছে, মারধর করছে। এমনকি জামিন পেয়ে ৩ জন আসামী এসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। তারই প্রতিবাদে আজকের কর্মসূচি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোশ রায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, গীতা ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, শিবপদ দাস, শান্তা মন্ডল, পবিত্র মণ্ডল, বন্যা পাল, রনজিৎ বৈরাগী প্রমুখ।
খুলনা গেজেট/এনএম