আন্তর্জাতিক নারী দিবসে সুখবরই দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে দল বাড়ানোর ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির প্রধান নির্বাহী মানু সাওনে বলেছেন, ‘নারীদের খেলার ব্যাপারে পরিস্কার মনোযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। নারী ক্রিকেটের উন্নতি ও বিশ্বায়নের জন্য আমরা সংকল্পবদ্ধ। গত চার বছরে নারী ক্রিকেটের ব্রডকাস্টিংয়ে আমূল পরিবর্তন আনতে পেরেছি আমরা। যা দর্শকদের আরও কাছে পৌঁছে দিয়েছে নারী ক্রিকেটকে।’
গত চার বছর ধরে বাড়তি বিনিয়োগও করা হচ্ছে। তার ফলও হাতেনাতে পেয়েছি। ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড দর্শক হয়েছিল। মেলবোর্নে ফাইনাল দেখতে হাজির ছিলেন ৮৬,১৭৪ জন। তাই আমরা ঠিক করেছি মহিলা ক্রিকেটে যাতে আরও বেশি করে দেশ আসে, তার জন্য আমরা উদ্যোগী হব।’’
২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপে ৮টি দল খেলবে, ২০২৯ সালে খেলবে ১০টি দল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ সালে খেলবে ১০টি দল। তার পরের বার থেকে খেলবে ১২টি করে দল।