বরিশালে নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরের নামাজের সময় নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদে এ ঘটনা ঘটে।
মুসল্লিরা জানান, দুপুর দেড়টার দিকে মুসল্লিরা যখন জোহরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছে তখন হঠাৎ দোতলায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেখা যায় মসজিদের ইমামের কক্ষের এসি বিস্ফোরণে আগুন লেগে গেছে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি গরম হয়ে কম্প্রেসার বিস্ফোরণ হয়। তবে ঘটনাটির তদন্তর পরে আসল কারণ বেড়িয়ে আসবে বলে জানান তিনি।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জানান, নামাজ আদায়ের সময় মসজিদের দ্বিতীয় তলায় ইমামের থাকার কক্ষের এসি বিস্ফোরণ হয়। তবে মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খুলনা গেজেট/কেডি