আরো একটি দুর্নীতি মামলায় বিচার শুরু হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার (২৩ মে) আলোচিত নাইকো মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে বেগম জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিকে নাইকো দুর্নীতি মামলায় বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে বিএনপি নেত্রীর আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার (৩০ মে) ধার্য করেছেন আদালত। তবে নিম্ন আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণে কোন বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটি দাখিল করা হয়।
এর আগে গত ১৭ মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম খালেদা জিয়া। এ মামলায় বেগম জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়া হয়।
এতে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়। ২০০৭ সালে বিএনপি চেয়ারপারসনসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। বেগম জিয়াসহ কয়েকজন আসামির আবেদনে প্রায় ১৫ বছর স্থগিত থাকে মামলার কার্যক্রম।
খুলনা গেজেট/এনএম