নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ উদযাপিত হয়েছে।
সোমবার (৭মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে ৭ই মার্চের অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. আবদুল্লা হেল বাকী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ নাছিম আহমেদ। আলোচনায় অংশ নেন প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন রানা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন।
খুলনা গেজেট/এএ