খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত
  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

নবীদের সুন্নত যে চারটি কাজ

গেজেট ডেস্ক

মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা প্রতি যুগেই নবী-রাসূল পাঠিয়েছেন। তারা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। হজরত আদম, নূহ, মূসা, ঈসা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম প্রত্যেকেই তার উম্মতকে তাগুত ও শিরক থেকে সাবধান করে গেছেন। তারা মানুষকে আল্লাহ ছাড়া অন্য সব উপাসক পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

তাদের কেউই নিজেকে বা অপর কোনো সৃষ্টিকে ইলাহ বলে ঘোষণা দেননি। সবাই মানুষকে দুনিয়ার জীবনে আল্লাহর শেখানো পথে চলতে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। যে বিশ্বাস, কর্ম বা আচরণ মানুষের অকল্যাণ করে বা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে বিরত থাকতে বলেছেন।

সব নবী-রাসূলের মূল দাওয়াত বা আহ্বান ছিল এক, সবাই মানুষকে আল্লাহর কাছে আত্মসমর্পনকারী হওয়ার দাওয়াত দিয়েছেন, তবে তাদের শরীয়াত বা বিধানাবলী ছিল যুগ ও সমাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন। আল্লাহর পথে নবীদের আহ্বানের এই অভিন্নতা নিয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে-

وَ مَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَ مُنۡذِرِیۡنَ ۚ فَمَنۡ اٰمَنَ وَ اَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۴۸﴾و ما نرسل المرسلین الا مبشرین و منذرین ۚ فمن امن و اصلح فلا خوف علیهم و لا هم یحزنون

আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে, তাদের উপর কোন ভয় নেই এবং তারা চি‎‎ন্তিত হবে না। ( সূরা আনআম, (৬), আয়াত : ৪৮)

আল্লাহ তায়ালা আরও বলেছেন,

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ ﴿۲۵﴾و ما ارسلنا من قبلک من رسول الا نوحی الیه انهٗ لا اله الا انا فاعبدون

আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদত কর।’ (সূরা আম্বিয়া, (২১) আয়াত : ২৫)

নবী-রাসূলদের জীবনী আমাদের জন্য অনুসরণীয় এবং পালনীয়। এখানে এমন চারটি সুন্নত তুলে ধরা হলো, যা প্রত্যেক নবীর সুন্নত। সব নবীর মাঝেই এই বিষয়গুলো ছিল।

এমন চারটি সুন্নত হলো—

১. লজ্জা-শরম।

২. সুগন্ধি ব্যবহার।

৩. মিসওয়াক করা।

৪. বিয়ে করা।

এ বিষয়ে এক হাদিসে হজরত আবূ আইয়ুব আল-আনসারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত।

১. লজ্জা-শরম।

২. সুগন্ধি ব্যবহার।

৩. মিসওয়াক করা।

৪. বিয়ে করা। (জামে আত-তিরমিজি, হাদিস : ১০৮০)

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!