খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

নবগঠিত খুলনা সুন্দরবন ও কমার্স কলেজ ছাত্রদল কমিটির আনন্দ মিছিল

গেজেট ডেস্ক

খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় ও আযমখান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটির অনুমোদন দেয়ায় বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত এই দুই কলেজ কমিটি ছাত্রদল।

রবিবার (৪ মে) বেলা ১১টায় আযমখান সরকারি কমার্স কলেজ ক্যাম্পাসে কলেজের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামসাদ আবিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিন রহমান, আফিয়া আনজুম রোদসী, বায়েজিদ শেখ, তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান নাইম, তৌকির আহমেদ, নাঈম মীর, শাহরিয়ার রহমান ফাহিম তুষান, ইয়াসিন হোসেন, মাহমুদুল আলম সাহিল, আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক নাজের মাহমুদ নিবিড়, দপ্তর সম্পাদক তাসনিম হাসান ইনক (সহ সভাপতি পদমর্যাদা), প্রচার সম্পাদক আরাফাত হোসেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষক মন্ডলীগণ ফুল দিয়ে বরণ করে নেন। এসময়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উৎফুল্লো এবং আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ।

অপরদিকে, রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টায় সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে কলেজের অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আসিছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন। ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুজ্জামান আসিফ, সহ-সভাপতি তানভীর হাসান আল আমিন, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম হাওলাদার, মাসুদুল ইসলাম মিরাজ, শাকিল হোসেন, নাজমুল হুদা জনি, সাংগঠনিক সম্পাদক রায়হান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নওফেল বিন মাহবুব, সদস্য মিস সুরাইয়া আলম প্রমুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!