খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুত্বর আহত আরও ১০
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে
  মধ্যরাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নব বধুকে নিয়ে প্রথম ঈদ মেহেদীর : দায়িত্ব বাড়ার উপলব্ধি

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের তরুণ অফ স্পিন অল রাউন্ডার মেহেদী হাসান বিয়ে করেছেন ঈদের কয়েকদিন আগেই। প্রথমবারের মতো বিবাহিত জীবনে ঈদ পেয়েছেন, নতুন এই জীবন ভালোই উপভোগ করছেন তিনি। পাশাপাশি অনেক দায়িত্বও বেড়েছে বলে মনে করেন তরুণ এই ক্রিকেটার। তবে গত ঈদের মতো এই ঈদটাও খুব বেশী ভালো কাটেনি করোনার কারণে। খুব তাড়াতাড়ি করোনামুক্ত হয়ে যাবে পৃথিবী এমনটাও আশা করেন তিনি।

নববধু রিতুকে নিয়ে নিজের নতুন এই জীবন সম্পর্কে মেহেদী বলেন, ‘‘এটা বুঝতে পারছি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন এক না। এখন অনেক বেশী দায়িত্ব বেড়েছে, দায়িত্ব আরও বাড়বে। যদিও আমি এখনও পুরোপুরি সেসব দায়িত্ব নিয়ে পারিনি। তবে সেটা নিতেই হবে। ’’

বিয়ের পরে এখনও শশুরবাড়ি যাওয়া হয়নি মেহেদীর। মেহেদীর শশুর বাড়ি মাশরাফি বিন মুর্তজার শহর নড়াইলে। আজ (২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিন সেখানে তার দাওয়াত। তার শশুর বাড়ির আত্মীয়রা তাকে এবং তার স্ত্রীকে নিতে আসবেন। তবে যাবেন কি না, এখনও নিশ্চিত না মেহেদী। বলেন, আমাকে এবং আমার স্ত্রীকে কাল নিতে আসতিছে। বাসায় এত কাজ, যাবো কি না আমি শিওর না। তবে আবারও নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন মেহেদী। বলেন, আমি নতুন জীবনে সবাইকে পাশে পেতে চাই। সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার নতুন স্ত্রীকে নিয়ে সারাজীবন একসাথে ভালোভাবে পথ চলতে পারি।’’

তবে গত দুই ঈদই মানুষের ভালো কাটেনি এটাও উপলব্ধি করেছেন তিনি। খুব শীঘ্রই করোনার প্রকোপ থেকে দেশ ও পৃথিবী মুক্ত হবে এমনটা আশা করেন তিনি বলেন, ‘‘আমরা আসলে খুব বেশী ভালো কিন্তু নেই। আশা করছি, খুব দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ’’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!