নগরীর বানরগাতি সিটি গার্লস কলেজ রোডের বাসিন্ধা নিখিল চন্দ্র শীলের বাড়িতে আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফায়ার র্সাভিস ও স্থানীয় লোকজন প্রচেষ্টায় প্রায় বিশ মিনিটের মধ্যেআগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থরা বলছেন, কেউ পরিকল্পিতভাবে খোলা থাকা জানালার ফাঁক দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।
সূত্র জানায়, বাড়িতে স্কুল পড়য়া ছোট মেয়ে ছাড়া কোন লোক ছিল না। পাশের বাড়িতে লোকনাথ পুজা দেখতে যায় ক্ষতিগ্রস্থ নিখিল চন্দ্রে পরিবার। বাড়ির পিছনের জানালা দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। আলনায় থাকা কাপড়ে লাগা ঐ আগুন থেকে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে। বাড়িতে থাকা ছোট মেয়েটি আগুন দেখে চিৎকার দিতে থাকে। সংবাদটি জানতে পেরে পাশ্ববর্তি মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীরা ছুটে আসে আগুন নেভাতে। দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, সংবাদটি শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঐ বাড়িতে আগুন লেগেছে, একটি অংশসহ কিছিু মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহুর্তে কিছু বলতে পারছি না। তদন্ত করেই সঠিক তথ্য বলতে পারবো।
খুলনা গেজেট / এমবিএইচ